ঈদের আগে কারখানায় শ্রমিক ছাঁটাই নয় : মন্ত্রণালয়

5

কাজিরবাজার ডেস্ক :
আসন্ন ঈদ-উল ফিতরের আগে কোনো কারখানা থেকে শ্রমিক ছাঁটাই বা কারখানা লে-অফ ঘোষণা করা যাবে না বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
রবিবার (১০ মে) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব শ্রমিক এপ্রিল মাসজুড়ে কারখানায় কর্মরত ছিলেন তাদের পূর্ণ বেতন-ভাতা দিতে হবে। অনুপস্থিত শ্রমিকরা মূল বেতনের ৬৫ শতাংশ বেতন পাবেন। আর এপ্রিল মাসে কয়েকদিন কাজ করে থাকলে, দিন অনুযায়ী পূর্ণ বেতন, বোনাস ও বাকি দিনগুলোর মূল বেতনের ৬৫ শতাংশ বেতন-বোনাস পাবেন।
এতে আরো বলা হয়, ঘোষিত ৬৫ শতাংশ বেতনের মধ্যে এপ্রিলের বেতন ৬০ শতাংশ, বাকি ৫ শতাংশ মে মাসের বেতন থেকে সমন্বয় করা হবে। মে মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে পুনরায় বৈঠকের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।