হও হুঁশিয়ার

8

আনোয়ার আল ফারুক

খুব প্রয়োজন ছিল বুঝি
বাজার খুলে দেয়া,
ঠায় দাঁড়িয়ে গুনছে সময়
মৃত্যুপারের খেয়া।

দিনে দিনে যায় বেড়ে যায়
করোনার ওই থাবা,
ঠিক বুঝি না এই জাতিটা
কতোখানি হাবা!

মৃত্যুর মিছিল হাতছানীতে
বাড়ছে লাশের সারি,
ঈদ আনন্দে কিনতে হবে
জামা কাপড় শাড়ি?

কেনাকাটায় আসতে পারে
করোনাটা ঘরে,
খুব হাহাকার পড়বে তখন
জীবন বালুচরে।

হও হুশিয়ার থাকতে সময়
বের হবে না হাটে,
না হয় তোমায় চড়তে হবে
মসজিদ রাখা খাটে।