সিয়াম সাধনার মাস

11

কাজিরবাজার ডেস্ক :
আজ ১৩ রমজান। রমজানুল মোবারকের প্রধান পরিচিতি ও মাহাত্ম্য নিহিত রয়েছে এ মাসে। এটি কুরানুল কারীম নাজিলের পুণ্যস্মৃতি বিজড়িত মাস। সাধারণ মু’মিন মুসলমানগণ সাওয়াবের নিয়তে এ মাসে ব্যাপকভাবে কোরান তেলওয়াতে সময় ব্যয় করেন। এ রমজান ইহতিসাব আত্মসমালোচনা ও আত্মজিজ্ঞাসার মাসও। শিক্ষিত শ্রেণীর উচিত তিলাওয়াতের পাশাপাশি কোরানের তাফসির, এর ইতিহাস ঐতিহ্য প্রভৃতি সম্পর্কেও জ্ঞান হাসিল করা। ৬১০ খ্রিস্টাব্দে হেরাগুহা উজ্জ্বল করে এ রমজানের অনুমান শব-ই-কদরের রাতে আমাদের প্রিয়নবী হযরত রাসুলে আকরাম (স) এর খিদমতে প্রথম আল্লাহর নূরানী ফিরিস্তা জিব্্রাইল (আ) পবিত্র কোরানের বাণী নিয়ে আসেন। এরপর দীর্ঘ ২৩ বছর ধরে এ ঐশী বাণী আসা অব্যাহত থাকে। আল্লাহর মহান পয়গম্বর (স) ও তার আত্মনিবেদিত সাহাবা কেরামগণ মানুষের কাছে এ বাণী নিয়ে হাজির হতেন। তাঁর ওফাতের পর মুসলমানদের সংখ্যাও ভূখ-গত পরিধি ক্রমাগত ব্যাপকতর হতে থাকে। সঙ্গে সঙ্গে কোরানের শিক্ষা ও এর ব্যাখ্যার প্রয়োজনীয়তাও তীব্রতর হয়। এ গুরুত্বপূর্ণ কাজে জ্ঞানসাধক সাহাবাগণ যেমন অগ্রসর হন, তেমনি তাদের শিষ্য ‘তাবেয়ী’ বা অধঃস্তন মনীষীগণও অফুরন্ত উৎসাহ ও আন্তরিকতা নিয়ে আত্মনিয়োগ করেন। আজকে আমরা যে কোরানের তাফসির বা ব্যাখা পড়ি তা তাদেরই পরিশ্রমের ফসল। সাহাবী পরবর্তী যুগে ‘তাবেয়ী’দের মধ্যে এদিক দিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন মোজাহিদ (রহ)। তিনি এত উঁচু মানের এবং সর্বজন শ্রদ্ধেয় তাফসির বিশারদ ছিলেন যে, পরবর্তীতে ইমাম নববী (রহ) স্বীকার করেছেন যে, যদি মোজাহিদ হতে কোন তাফসির প্রণীত পাওয়া যায় তখন তাই আমলের জন্য যথেষ্ট। (আত তানবীর)। এ মন্তব্য দ্বারা হযরত মোজাহিদের ব্যক্তিত্ব ও তাফসির শাস্ত্রে তার অপরিমেয় পারদর্শিতার কথা প্রকাশ পায়। কিন্তু দুঃখজনক সত্য যে, তাফসির শাস্ত্রের এ মহান সেবকের জীবনী যথাযথভাবে সংরক্ষণ করতে ইতিহাস ব্যর্থ হয়েছে। তার সম্পর্কে জানার ও পড়ার প্রবন্ধ বই খুব কমই দেখা যায়। আসলে আমরা ক্রমাগত আমাদের ঐতিহ্য ও গৌরব গাঁথার ব্যাপারে উদাসীনতা প্রকাশ করে চলেছি। তবুও বিভিন্ন গ্রন্থে একান্ত প্রাসঙ্গিক যে দু’চার কথা এসেছে তা থেকেই আজকে আমাদের এ উপস্থাপনা। তার প্রকৃত নাম মোজাহিদ, ডাক নাম আবু হিজাজ (অথবা আবু হাজ্জাজ)। পিতার নাম জাবর। তিনি ছিলেন আবদুল্লাহ বিন সায়িব মাখযুমীর আযাদকৃত দাস। মিশকাত শরীফের অন্তর্গত আসমাউর রিজালের বর্ণনা অনুযায়ী, তিনি ছিলেন তৃতীয় স্তরের একজন বিখ্যাত তাবেয়ী। যে ক’জন সৌভাগ্যবান মনীষী পেয়ারা নবী (স.) জ্ঞানী সাহাবীদের সাহচর্য পেয়ে নিজেদের জ্ঞানভান্ডার উজালা ও সমৃদ্ধ করেছেন মুজাহিদ তাদের শীর্ষে। তাফসির শাস্ত্রের ক্রমধারার তিনি একটি অলংঘনীয় মাইলস্টোন হয়ে আছেন। সে সময় মক্কা ছিল হাদিস ও তাফসির চর্চায় মুসলিম জাহানে সবচে গুরুত্বপূর্ণ মারকাজ বা সেন্টার। তাকে সেখানকার শ্রেষ্ঠ আইনবিদ (ফকিহ), ক্বারী, মুফাসসির হিসেবে বিবেচিত করা হয়। হযরতের (স) দোয়ার বরকতময় ব্যক্তিত্ব ও আদর্শের মূর্তপ্রতীক সাহাবী ইবনে আব্বাস (রা) শেষ জীবন কাটান মক্কায়। যাকে কিনা ইতিহাসে হিবরুল উম্মাহ (উম্মতের মহাজ্ঞানী) ও আল বাহার বা জ্ঞানের সাগর প্রভৃতি উপাধিতে স্মরণ করা হয়। (দ্রঃ আসহাবে রাসুলের জীবন কথা-১)। মুজাহিদ তারই হাতে গড়া সেরা ছাত্র। তার অন্য সতীর্থদের মধ্যে ছিলেন ইকরামা ও শাদা (রহ.) প্রমুখ। ওস্তাদ সম্পর্কে মুজাহিদ একস্থানে বলেছেন, হযরত ইবনে আব্বাস (রা) যখন আল কোরানের তাফসির পেশ করেন তখন তার মুখ দিয়ে নূরের জ্যোতি বের হতো। আর নিজের সম্পর্কে তিনি বলেন, আমি ইবনে আব্বাসের সমীপে ত্রিশবার কোরান অধ্যয়ন করেছি।’-(আত তানবীর-১০০)।
তার লেখা ও রচনাবলী সম্পর্কে ইতিহাস নীরব। তবে তিনি তার মহান ওস্তাদের শিক্ষাই বহন ও প্রচার করে বেড়াতেন। আর তিনি এমনিতেই সে যুগে লেখালেখির চেয়ে মুখস্থ করা ও মুখস্থ করানোর দিকে বেশি জোর দিতেন। একান্ত লিখিত আকারে কিছু করলেও তা মুখস্থের সুবিধার জন্য-ইমাম মালিকের (রহ.) একটি উদ্ধৃতি হতে এ সমর্থন পাওয়া যায়। তিনি বলেছেন, তখনকার লোক সাধারণত লিখতে অভ্যস্ত ছিলেন না, তারা অভ্যস্ত ছিলেন মুখস্ত বিদ্যায়। তাদের কেউ কোন জিনিস লিখে নিলেও কেবল মুখস্থ করার উদ্দেশ্যেই লিখতেন, আর মুখস্থ হয়ে গেলে পরে তা মুছে ফেলতেন। (হাদীস সঙ্কলনের ইতিহাস, মাও. আ. রহীম-৩১২)। হিজরী ১০০ মতান্তরে ১০৪) সালে বিখ্যাত কোরান বিশেষজ্ঞ মুজাহিদ (রহ.) ওফাত প্রাপ্ত হন। কোরানের মাস রমজানে আমরা এ মহান কোরান সেবককে স্মরণ করি, আরজ করি তার প্রতি অকৃত্রিম অফুরান শ্রদ্ধা ও ভক্তি আল্লাহ তাকে জান্নাতে উচ্চাসন দান করুন। আমীন।