ওসমানী হাসপাতালে করোনা আক্রান্ত রোগীকে শাসুদ্দিন হাসপাতালে স্থানান্তর

16

স্টাফ রিপোর্টার :
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো দুই রোগী করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদেরকে সেখান থেকে করোনা চিকিৎসাকেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন দুই ব্যক্তি গত রবিবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
তিনি জানান, আক্রান্ত রোগীদের মধ্যে একজন মেডিসিন বিভাগে, আরেকজন ইউরোলজি বিভাগে ভর্তি ছিলেন। মেডিসিন বিভাগের রোগী মহিলা এবং ইউরোলজি বিভাগের রোগী পুরুষ। গতকাল রাতেই তাদেরকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ইউরোলজি বিভাগের ওই রোগীর বাড়ি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার হাটখোলায়। গত ২৯ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। মেডিসিন বিভাগের রোগী সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
প্রসঙ্গত, এর আগে ওসমানী হাসপাতালের গাইনি বিভাগের দুই রোগী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন।