জামালগঞ্জে এক ডাক্তারের করোনা পজেটিভ, হাসপাতালের জরুরী বিভাগ বন্ধ

12

একে কুরত পাশা, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসকের কোভিড-১৯ পজেটিভ আসায় হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আইডিসিআরের করোনা নমুনা রিপোর্টে জামালগঞ্জ হাসপাতালের একজন চিকিৎসকের করোনা ভাইরাস রিপোর্ট পজেটিভ আসে। তিনি জরুরি বিভাগে কাজ করতেন। তার রিপোর্ট আসার পর ওই চিকিৎসের সংষ্পর্শে আসা কর্মীদের নমুনা সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাছাড়া হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম আপাতত বন্ধ রেখে জরুরি বিভাগ পাশের একটি নতুন ভবনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরি বিভাগের চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় আজ সকাল থেকে আমরা জরুরি বিভাগের সেবা বন্ধ রেখে অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছি। ওই চিকিৎসকের সংষ্পর্শে থাকা অন্য সহকর্মীদের নমুনা সংগ্রহ করা হবে। এখন তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আমরা পাশের নির্মিত নতুন ভবনেই জরুরি বিভাগসহ কিছু কার্যক্রম নিয়ে আসার কাজ শুরু করেছি।