পাণ্ডুলিপি

17

ওবায়দুল মুন্সী

আমার লিখা পাণ্ডুলিপি
বই হতে সে যায় না
ঘরের কোণে পড়েই থাকে
কেউ তো ফিরে চায় না!

দারিদ্রতার মেশিন আমি
সচ্ছলতা আসে না
পাঠক হাতে গ্রন্থ হয়ে
আমার লেখা ভাসে না

নই তো আমি নামী লেখক
প্রকাশক কি ছাপাবে?
হাতে নিলেই অর্থ ছাড়া
বেহুস হয়ে হাঁপাবে!

আমার লিখা পাণ্ডুলিপি
অনেকগুলো হারালো
সাহিত্যের সেবক যারা
তবু না হাত বাড়ালো।

কী হবে আর লেখালেখির
না থাকিলে টাকা যে
পাণ্ডুলিপি পড়বে খসে
লেখক কোটা ফাঁকা যে!

লিখছি তবু শিখছি কভু
লেখকপাড়া মাঠে ভাই
কাব্যফেরিওয়ালা আমি
কাব্যলোকে হাটে তাই।