নারায়ণগঞ্জ থেকে বিশ^নাথে আসা ১৪ জনকে আটক করে কোয়ারেন্টিনে পাঠিয়েছে পুলিশ

5

বিশ^নাথ থেকে সংবাদদাতা :
এবার কাভার্ডভ্যানে করে নারায়ণগঞ্জ থেকে নারী-শিশুসহ ১৪ জন সিলেটে গেছেন। কাভার্ডভ্যান থেকে নামতেই তাদের আটকে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠায়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিশ্বনাথ উপজেলার ইলামের গাঁওয়ে মেসার্স রূপা এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ড, ১৪-৬০২৪) একটি কাভার্ডভ্যান তাদের নামিয়ে দিতেই এলাকাবাসীর রোষানলে পড়েন। এসময় এলাকাবাসী গাড়িসহ তাদের ঘিরে রাখলেও চালক পালিয়ে যান।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, আগতরা দুই পরিবারের সদস্য। তাদের বাড়ি ওই গ্রামেই। তারা নারায়নগঞ্জের আড়াইহাজারে ইটভাটায় কাজ করতো। ওখানে কাজ না থাকায় অনাহারে দিনাতিপাত করে আসছিলো।
তাদের খাবার দিয়ে বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রেখেছি। তাদের মধ্যে ৯ জন নারী-পুরুষ ও ৫ শিশু রয়েছে। তবে কাভার্ডভ্যানে যাত্রী পরিবহন করায় চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
এরআগে ২৪ এপ্রিল লকডাউন ভেঙে ৪০ যাত্রী নিয়ে বরিশাল থেকে সিলেটে আসে যাত্রীবাহী বাস। একইভাবে গত ১৮ এপ্রিল লকডাউন ভেঙে অন্তত ৭০ থেকে ৮০ জনকে সিলেটে আসে ট্রেন।