দিরাইয়ে ১৯ জুয়াড়ি গ্রেফতার

8

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চারগ্রাম মধুপুর বাহার থেকে গ্রেফতারকৃত ১৯ জুয়াড়িই রাজানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা ১৯ জনের মধ্যে একজন ইউপি সদস্যের ভাই ও রয়েছেন।
জানা যায়, দীর্ঘদিন যাবত বাজারটিতে নিয়মিত জোয়ার আসর বসে আসছে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে গত রাতে বাজাটিতে অভিযান চালায় দিরাই থানা পুলিশ। অভিযানে ১৯ জন জোয়ারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল।
গ্রেফতারকৃতরা রজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের, দলুয়া, আনোয়ারপুর, বেগমপুর, গচিয়া, মির্জাপুর ও জটিচর গ্রামের বাসিন্দা।
জোয়ারীরা হলো, মধুপুর গ্রামের, মোঃ হারুন মিয়া (৩৮), পিতা-মৃত জাহির আলী, মোঃ রবিউল আলম (৩০), পিতা-মৃত আয়াজ উল্লা, মোঃ ইমামুল ইসলাম (৩০), পিতা-ফয়জুর রহমান, আঃ মজিদ (৬১), পিতা-মৃত আঃ ওয়াজিদ, আনোয়ারপুর (দলুয়াা) গ্রামের, রাজন মিয়া (২৪), পিতা-মৃত আব্দুল হক, আব্বাস উদ্দিন (৫০), পিতা-মৃত হাফিজ উদ্দিন, গোলাপ উদ্দিন (৩৭), পিতা-মদরিছ আলী, তারা মিয়া (৩৮), পিতা-মোঃ মোছন আলী, মোঃ আসাদ মিয়া (৩৪), পিতা-মৃত আঃ রহমান, হেলন মিয়া (৩১), পিতা-মোঃ রফিকুল ইসলাম, গচিয়া গ্রামের, শ্যামল দাস (৩৫), পিতা-মৃত রথিন্দ্র দাস, বাবুল মিয়া (৩০), পিতা-মোঃ আলী আহমদ, মোঃ আকরাম (২৬), পিতা-মোঃ দিলশাদ মিয়া, মোঃ পাবেল মিয়া (৩০), পিতা-ইস্তার মিয়া, মোঃ রুমন মিয়া (৩০), পিতা-ছামির আলী, মোঃ শাহিন মিয়া (২৯), পিতা-মৃত আঃ মোতালিব, মির্জাপুর গ্রামের বশির মিয়া (৩৮), পিতা-আঃ মনাফ, জটিচর গ্রামের ধনঞ্জয় বিশ্বাস (৫০), পিতা-মৃত অর্জুন বিশ্বাস ও বেগমপুর গ্রামের, মোঃ আকমল হোসেন (৩২), পিতা-মৃত নূর মোহাম্মদ প্রমুখ।
জুয়াড়িদের গ্রেফতারের জন্য দিরাই থানা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন এলাকার মানুষ।