সিলেটে ৭ জন সহ সিলেট বিভাগে নতুন করে আরও ২০৫ জন হোম কোয়ারেন্টিনে

22

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট বিভাগে নতুন করে ২০৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর হোম কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ২১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে সিলেটে ৭, সুনামগঞ্জে ১১৭, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ৫৬ জন। এছাড়া সিলেটে ৯, সুনামগঞ্জে ৪৭, হবিগঞ্জে ৬৮ ও মৌলভীবাজারে ৯৪ জন হোম কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন।’
তিনি বলেন, ‘১০ মার্চ থেকে এখন পর্যন্ত কোয়ারেন্টিনে ছিলেন মোট ৮ হাজার ৮২২ জন। এর মধ্যে ৫ হাজার ৮৩৩ জন ছাড়পত্র পেয়েছেন। এখনো হোম কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৯৮৯ জন। এর মধ্যে সিলেটে ১, সুনামগঞ্জে ১ হাজার ৬৫২, হবিগঞ্জে ৯৫২ এবং মৌলভীবাজারে ৩৮৪ জন।’
এছাড়া এখনো হাসপাতাল কোয়ারেন্টিনে আছেন ২৮ জন। এর মধ্যে সিলেটে ৪, সুনামগঞ্জে ১১, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে একজন। আর আইসোলেশনে আছেন ৫১ জন। এর মধ্যে সিলেটে ১১, সুনামগঞ্জে ১৪ ও হবিগঞ্জে ২৬ জন। এছাড়া দুই চিকিৎসকসহ নতুন করে আরো ১৩ জন শনাক্ত হওয়ায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বিভাগজুড়ে ১০০ জনে পৌঁছেছে। এর মধ্যে সিলেটে ১৬, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ৪৮ এবং মৌলভীবাজারে ১১ জন। এর মধ্যে মারা গেছেন ৩ জন।