সুনামগঞ্জে ২৬ জন শনাক্ত

5

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
এছাড়া দক্ষিণ সুনামগঞ্জে ৪ জন, শাল্লা উপজেলায় ৩ জন, জামালগঞ্জ উপজেলায় ২জন, ছাতক উপজেলায় ২জন, দিরাই উপজেলায় ১জন, জগন্নাথপুর উপজেলায় ৩জন ও দোয়ারাবাজার উপজেলায় ৪জন করোনাভাইরাস আক্রান্ত সনাক্ত হয়েছেন। সোমবার সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলশনে থাকা প্রথম করোনা রোগী দোয়ারাবাজারের এক মহিলসহ ঢাকা থেকে পালিয়ে আসা করোনা রোগী বিশ্বম্ভরপুর উপজেলার এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে মঙ্গলবার নতুন ৪৮জনসহ জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৬৯৭ জনের। যার মধ্যে ফলাফল অপেক্ষমান রয়েছে ৩৪৭জনের বলে জানা গেছে। এখনও পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সামাজিক দুরুত্ব নিশ্চিত না করলে সংক্রমনের সংখ্যা দিন দিন বাড়বে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। তিনি বলেন এখনও পর্যন্ত সুনামগঞ্জে ২৬ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। ২জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সামাজিক দুরুত্ব নিশ্চিতের পাশাপাশি সচেতন না হলে সংক্রমনের সংখ্যা বাড়বে বলে জানান তিনি।