ফেঞ্চুগঞ্জে মোবাইল কোর্টের অভিযান

9

ফেঞ্চুগঞ্জ থেকে সংবাদদাতা :
করোনা ভাইরাস ও রমজান মাসের সুযোগ নিয়ে দিন দিন বাড়ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। কিন্তু ফেঞ্চুগঞ্জ বাজারে নিয়মিত বাজার মনিটরিং না থাকায় কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল আলোচনা সমালোচনা। শেষ পর্যন্ত গতকাল সোমবার ফেঞ্চুগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখি আহমেদ।
অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অনৈতিকভাবে নিত্যপণ্য বেশি দামে বিক্রি করা, ভোক্তা আইন না মানায় ফেঞ্চুগঞ্জ বাজারে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অর্থদন্ডে দন্ডিত দোকানগুলো হচ্ছে- ফেঞ্চুগঞ্জর পশ্চিম বাজারের লিজা স্টোর ১০ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোর ৭ হাজার টাকা, সততা স্টোর ৫ হাজার টাকা, মালিহা স্টোর ৩ হাজার টাকা।
অভিযানকালে ভ্রাম্যমান আদালতের কার্যক্রমকে সাধুবাদ জানান সাধারণ ক্রেতারা। তারা দাবি করেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সকল বাজারে এরকম অভিযান পরিচালনা করার।