সুনামগঞ্জের শনির হাওরে ধান কাটা ও মাড়াই দেখতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

17

বাবরুল হাসান বাবলু তাহিরপু থেকে :
বোর ধান কাটা মাড়াইর খোঁজ খবর নিতে শনির হাওরে বিভাগীয় কমিশিনার। শুক্রবার দুপুরে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফজলুল কবীর শনির হাওরে গিয়ে ধান কাটা শ্রমিকদের সমস্যার কথা শুনেন। সেই সাথে হাওর পারের কৃষকদের ধান কাটা মাড়াই ও শুকানোর খবরা খবর নেন তিনি। সে সময় বিভাগীয় কমিশনারের সাথে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
হাওর ঘুরে এসে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় কৃষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পরিষদের সকল সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা করেন হাওরের ধান কাটা সংক্রান্ত বিষয়ে।
সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফজলুল কবীর বলেন, ‘ধান কাটার বিষয়ে কৃষকদের সার্বিক সহায়তা করে যাচ্ছে প্রশাসন, প্রয়োজনে আরও সহায়তা করা হবে। সেই সাথে ধান কাটা শেষে শ্রমিক ও কৃষকরা যেন ধান বিক্রি করে ন্যায্য মূল্য পায় সেদিকটি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কেও তিনি বলেন।