স্বর্ণযুগ আর আসবে না বার্সেলোনার – ইনিয়েস্তা

7

স্পোর্টস ডেস্ক :
বার্সেলোনার হয়ে ফুটবল ক্যারিয়ারে চারবার চ্যাম্পিয়ন্স লিগ, নয়বার লা-লিগা ও একমাত্র দল হিসেবে দু’বার ট্রেবল জয়ের রেকর্ড গড়ার সারথি ছিলেন মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। কার্লোস পুয়োল, জাভি, লিওনেল মেসি, ভালদেস, জেরার্ড পিকেদের সাথে এসব রেকর্ডের স্বাদ নিয়েছিলেন তিনি। তাই ফুটবল বিশেষজ্ঞরা বলেছিলেন, পুয়োল-জাভি-মেসি-ইনিয়েস্তা-ভালদেস-পিকেদের বার্সেলোনা ফুটবল ইতিহাসে স্বর্ণযুগ পার করেছিলো। কিন্তু ইনিয়েস্তা এখন বলছেন, বার্সেলোনার সেই স্বর্ণযুগ আর কখনও আসবে না। বার্সেলোনার ভবিষ্যত নিয়ে শঙ্কিত তিনি।
দা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনের তারকা ইনিয়েস্তা বলেন, ‘আমার যখন একসাথে খেলেছি, আমাদের মূল লক্ষ্যই ছিল সাফল্য। পুয়োল-জাভি-মেসি-পিকেদের নিয়ে আমাদের দলটা নিয়ে খুবই ভারসাম্যপূর্ণ ও দারুণ সমন্বয়ে গড়া। আমরা যেভাবে সাফল্য পেয়েছি, সেভাবে পরবর্তী প্রজন্ম করতে পাবে না। ক্লাব যে পথে আছে, তাতে ভবিষ্যত খারাপের কোন সম্ভাবনা আমি দেখছি না। তবে ক্লাবের আরও সচেতন হওয়া প্রয়োজন।’
বর্তমান দল নিয়ে ইনিয়েস্তা বলেন, ‘এখনকার দলটিও বেশ ভালো। মেসি-পিকেরা আছে। সাথে আরও কিছু তরুণ খেলোয়াড় আছে। তাইতো লা-লিগার শিরোপা দৌঁড়ে বেশ ভালোভাবেই আছে তারা। আমি আশা করি, এবার লা-লিগা বার্সেলোনাই জিতবে। তবে করোনাভাইরাসের বিপক্ষে আমাদের এখন আসল লড়াই।’
২০০২ সালে বার্সেলোনা ক্লাবে যোগ দেন ইনিয়েস্তা। এরপর ২০১৮ সালে বার্সেলোনা ছাড়েন তিনি। ১৬ মৌসুমে ৪৪২টি ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী ইনিয়েস্তা। গোল করেছেন ৩৫টি। বার্সা ছেড়ে জাপানের দল ভিসেল কোবেতে যোগ দেন তিনি। এখনো সেখানেই খেলছেন ইনিয়েস্তা। আর ২০১৮ বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নেন ইনিয়েস্তা।