টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছানোর দাবি ক্যাটিচের

7

স্পোর্টস ডেস্ক :
চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের জেরে উদ্ভূত পরিস্থিতিতে পরের বছরের ফেব্রুয়ারিতে এই প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন ক্যাটিচ।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান কোচ ক্যাটিচ বলেছেন, ‘যেভাবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে, সেভাবে গ্রীষ্মের পরের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের একটা সম্ভাবনা থাকছেই। দেখা যাক, সূচির অদল-বদল সম্ভব কি না। এফটিপি-তে এমন পরিবর্তন সম্ভব কি না, সেটাও দেখতে হবে। আমি নিশ্চিত যে টি-২০ বিশ্বকাপের আয়োজনই এখন সবার কাছে অগ্রাধিকার পাচ্ছে। অস্ট্রেলিয়ায় এই গ্রীষ্মে যাতে এই প্রতিযোগিতা হয়, তা নিশ্চিত হোক, এটাই চাইছি।’
এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি পরিবর্তনের কোনও ভাবনা নেই। কোনও সদস্য দেশ এমন দাবিও তোলেনি। গত ২৭ মার্চ টেলিকনফারেন্সে করোনার প্রভাব নিয়ে শেষ বার আলোচনায় বসেছিল আইসিসি বোর্ড। তার আগে ১৭ মার্চ আইসিসি জানিয়েছিল যে পূর্ব নির্ধারিত সূচি মেনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। যা ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার সাত ভেন্যুতে হওয়ার কথা।