২৪ ঘণ্টায় আরও ২৭২ জন হোম কোয়ারেন্টিনে

5

স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৭২ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। আর কোয়ারেন্টিন ছেড়েছেন মাত্র ৫৭ জন। সবমিলে এখন হোম কোয়ারেন্টিনে আছেন দুই হাজার ৮০৬ জন। এছাড়া হাসপাতাল কোয়ারেন্টিনে আছেন ৫৯ জন। পাশপাশি হাসপাতাল আইসোলেশনে আছেন ১২ জন।
সিলেটে এ পর্যন্ত করোনা পজিটিভ পাওয়া গেছে সাতজনের। এরমধ্যে চিকিৎসক ডা. মঈন উদ্দিনসহ দুইজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে আসাদের মধ্যে সিলেটের নয়জন, সুনামগঞ্জের ১২২ জন, হবিগঞ্জের ১৩১ জন ও মৌলভীবাজারের ১০ জন। এছাড়া মোট কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে সিলেটে ১৯৯, সুনামগঞ্জে এক হাজার ২৯৫, হবিগঞ্জে ৬১০ এবং মৌলভীবাজারে ৭০২ জন।
গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র নিয়েছেন সিলেটে চার, সুনামগঞ্জে ৪৬, হবিগঞ্জে এক ও মৌলভীবাজারের ছয়জন।
সিলেট বিভাগের চার জেলায় হাসপাতাল কোয়ারেন্টিনে ১৩২ জন চিকিৎসাসেবা নিয়েছেন। এরমধ্যে ৭৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনও যারা রয়েছেন, সেই ৫৯ জনের মধ্যে সিলেটে আছেন তিনজন, সুনামগঞ্জে একজন, হবিগঞ্জে ৫২ ও সুনামগঞ্জে তিনজন। পাশাপাশি আইসোলশেনে চিকিৎসাসেবা নেওয়া ২২ জনের আট জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আইসোলেশনে এখনও থাকাদের মধ্যে সিলেটে নয়জন, সুনামগঞ্জে দুইজন, হবিগঞ্জে একজন।
এছাড়া করোনায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন সিলেটের। আরেকজন মৌলভীবাজারের।