উভয় সংকট

69

শেখ একেএম জাকারিয়া

একদিকে কালো ঝড়
একদিকে রোগ,
কই যাবে দেশবাসী
চারদিকে শোক।

কালো ঝড়ে ঘর ওড়ে
বিনা মেঘে বাজ,
রোগে কত লোক মরে
কে বাঁচাবে আজ?

এ কেমন নিয়তিটা
বিধাতার দান,
মহামারি রোগ এসে
কেড়ে নেয় জান।

বাতাসে করোনা ভাসে
ভয়ে আছে সব,
কারো মুখে নেই কথা
সবাই নীরব।