তাহিরপুরে লকডাউন অমান্য করায় ৩ যুবককে অর্থদন্ড

8

তাহিরপুর থেকে সংবাদদাতা :
করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সুনামগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের পর পরই জেলার প্রতিটি উপজেলায় আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মাইকিং করা হয়।
সোমবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার ও আনোয়ারপুর বাজার এলাকায় লকডাউন অমান্য করে চলাফেরা করার অপরাধে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম রেজাউল করিম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরকারি বিধি নিষেধ অমান্য করে মোটরসাইকেলে একের অধিক যাত্রী বহন করার অপরাধে এক যুবককে ৫শত টাকা এবং অপ্রয়োজনে ঘোরাফেরা করায় দায়ে অপর যুবককে ৩শ টাকা অর্থদন্ড প্রদান করেন।
অপরদিকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে সরকারি আদেশ অমান্য করে চলাফেরা করার অপরাধে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মাহমুদুল হাসান।