ওসমানীতে করোনা পরীক্ষায় একজনের পজেটিভ

18

স্টাফ রিপোর্টার :
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষায় একজন পজেটিভ হিসেবে ধরা পড়েছেন। তার শরীরের করোনার অস্তিত্ব পাওয়া গেছে। তবে আরো ১০৫ জন করোনামুক্ত তথা নেগেটিভ হিসেবে সনাক্ত হয়েছেন।
গত শনিবার ওসমানীর ল্যাবে এ ১০৬ জনের শরীরের প্রয়োজনীয় নমুনা পরীক্ষা করা হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, একজন ছাড়া বাকি সবাই করোনা নেগেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গতকাল ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারের এক নারী করোনাক্রান্ত হিসেবে ধরা পড়েছেন।
জানা গেছে, গত মঙ্গলবার থেকে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনার পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে ৯৪টি, দ্বিতীয় দিনে ২৪টি, তৃতীয় দিনে ৪৮টি এবং চতুর্থ দিনে আরো ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এসবের কোনোটিতেই করোনা ধরা পড়েনি।