সব দেশের ম্যাচ পিছিয়ে হলেও আইপিএল চান আজহারউদ্দিন

5

স্পোর্টস ডেস্ক :
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের ক্ষেত্রে সমস্ত ক্রিকেট বোর্ডের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন মোহাম্মদ আজহারউদ্দিন। ২৯ মার্চ শুরু হয়ে ২৪ মে শেষ হওয়ার কথা ছিল আইপিএল। আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আছে। সহসাই যে এই টুর্নামেন্ট হবে না তা নিশ্চিত। আজহারের মতে, এই অবস্থায় প্রয়োজনে ফিউচার ট্যুরস প্রোগ্রাম বা এফটিপি আমূল বদলে ফেলা যেতে পারে।
৫৭ বছর বয়সী সাবেক ভারত অধিনায়ক বলেছেন, ‘আমি নিশ্চিত যে দুই বছরের জন্য এফটিপি নতুন ভাবে সাজাতে হবে। কারণ, এই পরিস্থিতিতে প্রচুর অনিশ্চয়তা রয়ে গেছে। দেখুন, ভালো সময়ের জন্য সব সময় প্রস্তুত থাকাই যায়। কিন্তু খারাপ সময়ের জন্য তৈরি থাকা যায় না। পরিস্থিতি একবার ঠিক হয়ে গেলে আমরা অন্য সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতেই পারি।’
আজহার বলেছেন, ‘আইপিএল আয়োজন করতে গেলে পুরো সূচি বদলাতে হবে। সেটা একটা বিকল্প। না হলে বর্তমান সূচিই মেনে চলা হোক। করোনার ফলে যা যা বাতিল হয়েছে, তা মেনে নিয়েই চলতে হবে তখন। তবে তা হলে প্রচুর ক্ষতির মুখোমুখি হতে হবে। এটা বাস্তবসম্মতও নয়। আমি তাই এফটিপিতে সম্পূর্ণ বদলের অপেক্ষায় রয়েছি। একমাত্র তবেই আইপিএল হতে পারে। আমার মনে হয় সব দেশের বোর্ড এটা মেনে নেবে। কারণ, সবারই তো ক্ষতি হয়েছে। তবে এটাও ঠিক যে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিসিসিআইয়ের।’
জস বাটলার, প্যাট কামিন্সের মতো বিদেশিরা আইপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। সেই ব্যাপারে আজহার বলেছেন, ‘কেউই আইপিএলকে না বলবে না। এমনকি, বিদেশিরাও না। প্রচুর লোকে আইপিএলের অপেক্ষায় থাকে। আমাদের ঘরোয়া ক্রিকেটেও যারা জাতীয় দলে নিয়মিত নয়, তারাও আইপিএলের দিকে তাকিয়ে থাকে।’