বিয়ানীবাজারে আরো তিনজনের কোভিড-১৯ ভাইরাসের নমুনা সংগ্রহ

5

মাহবুব আহমদ খান বিয়ানীবাজার থেকে :
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা পৌরসভা ও উপজেলার দুইটি এলাকা থেকে তিনজনের নমুনা সংগ্রহ করেছে। কোভিড-১৯ ভাইরাসের উপসর্গ থাকতে পারে এমন সন্দেহ থেকে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে এক শিশুও রয়েছে।
সোমবার সন্দেহভাজন রোগীদের কোভিড-১৯ (ঈঙঠওউ-১৯) পরীক্ষার জন্য নেজাল এবং থ্রট সোয়াব সংগ্রহ করে ঢাকা মহাখালির ওঊউঈজ ল্যাবে প্রেরণ করা হয়েছে। তাদের সবাই জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় আক্রান্ত।
বর্তমান সময়ে বাংলাদেশে এমননি আবহওয়াজনিত রোগের প্রকোপ রয়েছে। জ্বর, সর্দি, গলা ব্যাথা ও কাশি তাকে এই সময়ে। একই উপস্বর্গ থাকে করোনা ভাইরাসবহনকারি মানুষের মাঝে। তবে যাদের মাঝে উপসর্গ রয়েছে তাদের নমুনা পরীক্ষা করলে ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভাল হবে। এতে কোন ক্ষতি নেই, কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, জ্বর-সর্দি দেখা দিলে সবার উচিত নমুনা পরীক্ষা করানো। এতে ভয় পাওয়ার কিছুই নেই। আতংকিত না হয়ে যদি ঠান্ডাজনিত উপসর্গ থাকে তাহলে সবার উচিত ডাক্তারদের পরামর্শ নেয়া।