সিলেট উইমেন্স চেম্বারের উদ্যোগে ৪শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

21
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন সভাপতি স্বর্ণলতা রায় সহ অন্যান্যরা।

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড এন্ডাষ্ট্রির উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার সকাল ১১টায় নগরীর বিভিন্ন জায়গার প্রায় ৪’শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উইমেন চেম্বার নেতৃবৃন্দ।
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড এন্ডাষ্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, নাসরিন বেগম, লুবানা ইয়াসমিন, রুবা খানম, তানজিনা মুমিন, নাসিমা বেগম, খালেদা বেগম, তাছমিন আক্তার, রাহিলা জেরিন খানম, রাবেয়া আক্তার রিয়া, সামসুন নাহার প্রমুখ।
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড এন্ডাষ্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় বলেন, সমাজের অসহায়দের সাহায্যে বিত্তশালীদের এগিয়ে আসা উচিত। আমাদের একটু সহযোগিতা ফিরিয়ে দিতে পারে তাদের মুখের হাসি। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেধে ও হিজরা সম্প্রদায়ের মানুষকে সহায়তা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেছেন, তাই সবাইকে অসহায়দের পাশাপাশি বেধে ও হিজরা সম্প্রদায়কেও সহযোগিতার করার আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি