কানাইঘাটে রিক্সা চালক ও হোটেল শ্রমিকদের মাঝে ভাইস চেয়ারম্যানের খাদ্য সামগ্রী বিতরণ

10

কানাইঘাট থেকে সংবাদদাতা :
নভেল করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনায় লক ডাউন থাকায় কানাইঘাটে শ্রমজীবী মানুষ ঘর থেকে অনেকটা বের হতে পারছেন না। সরকারি ভাবে অনেক দিন মজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে কম বলে অনেকে জানিয়েছেন। ঘরবন্দী শ্রমজীবী মানুষের দুর্দশা দেখতে প্রতিদিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির তার ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি খাদ্য সামগ্রী নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়ী বাড়ী গিয়ে সাধ্য অনুযায়ী শ্রমজীবী পরিবারের পাশে দাঁড়িছেন। বুধবার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির উপজেলার বড়চতুল ইউনিয়নের ৩০ টি রিক্সা চালক ও হোটেল শ্রমিক পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, ভুজ্য তৈল, পিঁয়াজ পৌছে দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদ নিজাম উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক আলা উদ্দিন, মাওলানা আসাদ উদ্দিন সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সদস্যবৃন্দ।