সিলেট সিটি কপোরেশনে ত্রাণ মন্ত্রণালয়ের ৫০ টন চাল বরাদ্দ

5

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসের কারণে চলমান পরিস্থিতি মোকাবেলায় সিলেট সিটি করপোরেশনকে (সিসিক) ৫০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই বরাদ্দ পাওয়ার কথা নিশ্চিত করেছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) বিধায়ক রায় চৌধুরী। তিনি জানান, নিম্ন আয়ের মানুষের মধ্যে এসব বিতরণ করা হবে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানিয়েছেন, নগরীর ২৭ হাজার দরিদ্র পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে। সেগুলো প্যাকেট করার কাজ চলছে। পর্যায়ক্রমে নগরীর ৬৫ হাজার দরিদ্র পরিবারে সিসিক সহায়তা দেবে বলে জানান তিনি।