ভাড়া মওকুফ করার জন্য অনুরোধ জানিয়েছি, কোন নির্দেশ দেইনি – মেয়র আরিফুল হক

4

সিলেটে বাসাবাড়িতে অবস্থানরত ভাড়াটিয়া ও বস্তির বাসিন্দাদের ভাড়া মওকুফ নিয়ে আবারও বিবৃৃতি দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিবৃতিতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, তিনি মালিকদেরকে ভাড়া মওকুফ করার জন্য অনুরোধ জানিয়েছেন, কোন নির্দেশ দেননি।
মেয়র বলেন, ‘এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। এখন এই দুর্যোগকালীন মুহূর্তে সবাই যার যার অবস্থান থেকে গরীব ও দু:স্থ মানুষের পাশে মানবিক হৃদয় নিয়ে এগিয়ে আসতে হবে। এই মানবিক দিক বিবেচনায় আমি বস্তিবাসী মানুষ, নিম্ন মধ্যআয়ের মানুষ এবং দোকান ভাড়া নিয়ে যারা ব্যবসা করছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য মালিকদের প্রতি আহবান জানিয়েছি।’
মেয়র আরও বলেন, ‘যেসব সামর্থ্যবান মালিক এই আহবানে সাড়া দিয়ে ভাড়া মওকুফ করবেন শুধুমাত্র সেইসব মালিকদের জন্য সিটি কর্পোরেশন তার সাধ্য অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা দেবে। এটা কোন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়, বাসাবাড়ীর মালিকরা স্বত:ফূর্তভাবে এই মানবিক কাজে এগিয়ে আসলে দুস্থ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।’ বিজ্ঞপ্তি