জগন্নাথপুর বাজারে ফের মাছ-আনাজ বিক্রি হচ্ছে

4

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর সদর বাজারে মাছ-আনাজ ও পান সুপারি বিক্রির স্থান নিয়ে নতুন করে মত বিরোধের সৃষ্টি হয়। যুগযুগ ধরে জগন্নাথপুর সদর বাজারে মাছ-আনাজ ও পান সুপারি বিক্রি করে আসছিলেন ব্যবসায়ীরা। তবে করোনা ভাইরাসের কারণে ৩০ মার্চ সোমবার এসব ব্যবসায়ীদের বাজার ত্যাগ করে ইকড়ছই হারুনুর রশীদ হিরণ মিয়া স্টেডিয়ামে যাওয়ার জন্য জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়। এতে বাজারের এসব ব্যবসায়ীরা প্রশাসনের দেখানো নতুন স্থানে যেতে রাজি হননি। এক পর্যায়ে ৩১ মার্চ মঙ্গলবার ব্যবসায়ীরা মাছ-আনাজ বিক্রি বন্ধ করেন দেন। এতে সাধারণ মানুষ বেকায়দায় পড়ে যান। খবর পেয়ে বিকেলে জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বাজারে গিয়ে ব্যবসায়ীদের বাজারেই ব্যবসা করার জন্য বলেন। এতে ফের বাজারে মাছ-আনাজ বিক্রি শুরু হওয়াতে জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন জানান।