করোনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের অভিযান ॥ ছাতকে ১০ প্রতিষ্ঠানকে সাড়ে ৬৮ হাজার টাকা জরিমানা

5

ছাতক থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের ছাতকে করোনা সংক্রমন প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ বাজার, হাসনাবাদ বাজার ও ছাতক বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বিভিন্ন দোকানে আড্ডা ও ঘোরাঘুরিরত মানুষকে নিরাপদে নিজ নিজ বাসায় আশ্রয় নেওয়ার জন্য বলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবিরের নেতৃত্বে এ অভিযানের সময় সাথে ছিলেন এএসপি (সার্কেল) মো. বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, (ওসি) মোস্তফা কামাল।
উপজেলার অধিকাংশ মানুষ আইন মান্য করলেও অল্প কিছু মানুষ আড্ডা দিতে হাট বাজারে ভিড় করেন। আইন অমান্য করার কারণে গোবিন্দগঞ্জ বাজার, হাসনাবাদ বাজার ও ছাতক বাজারে মোবাইল কোর্টের আওতায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) পৃথক দু’টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৬৮হাজার ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ছাড়া অনেকগুলো প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়েছে।