সিলেট রাইজ স্কুলের ল্যাবে তৈরি হলো হ্যান্ড স্যানিটাইজার

8

সিলেটে আন্তর্জাতিক মানসম্পন্ন রয়েল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশন রাইজ স্কুল’র নিজস্ব ল্যাবে তৈরি হলো এক হাজার বোতল জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার। সিলেটে হ্যান্ড স্যানিটাইজার ক্রয়ক্ষমতার বাইরের দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে স্কুলের সাইন্স ডিপার্টমেন্টের প্রধান মো. আব্দুল্লাহ আল মাসুদের তত্ত্বাবধানে এগুলো তৈরি হয়েছে।
জানা গেছে, প্রাণঘাতি করোনাভাইরারেস প্রাদুর্ভাব রুখতে সিলেটে ক্রয় ক্ষমতার বাইরের দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে নগরীর সুবিদবাজারে অবস্থিত রয়েল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশন রাইজ স্কুল’-এর নিজস্ব ল্যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন)-এর ফর্মুলায় ১০০ মি.লি. পরিমাণের ১০০০ বোতল জীবাণুনশক হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে স্কুলের সাইন্স ডিপার্টমেন্টের প্রধান মো. আব্দুল্লাহ আল মাসুদের তত্ত্বাবধানে এগুলো তৈরি হয়েছে।
হ্যান্ড সেনিটাইজার তৈরির সময় উপস্তিত ছিলেন রাইজ স্কুলের ল্যাব টেকনিশিয়ান আকরাম হোসেন ইমন, জনসংযোগ কর্মকতা ইফতি সিদ্দিকী অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি