তোমার দয়া চাই

9

মুহাম্মদ ইমদাদ হোসেন

রোগ করোনা চাইনা প্রভু তোমার দয়া চাই,
এই করোনায় তুমি ছাড়া বাঁচার উপায় নাই।
এই করোনার তুমি দাতা তুমিই শিফা দাও,
তোমার দেয়া গজব থেকে রক্ষা করে নাও।

ধরায় যখন পাপ সাগরে ডুবে মানবকুল
তোমায় ভুলে মানুষ যখন কেবল করে ভুল।
হাল্কা গজব দিয়ে তখন ভুল ভাঙ্গাতে চাও
কঠিন গজব দিয়ে পরে ধ্বংস করে দাও।

সব ক্ষমতার মালিক তুমি তুমিই সবার রব,
বাঁচা-মরা তোমার হাতে তুমিই করো সব।
ইচ্ছে করলে মারতে পারো দিতে পারো রোগ
চাইলে তুমি ফেলতে পারো করতে কষ্ট ভোগ।

তুমি ছড়া উদ্ধারিবার সাধ্য আছে কার?
তুমি ছাড়া এই বিপদে নাই ভরসা আর।
রোগ করোনা পঙ্গুপাল আর যতো মসিবত
দোহাই লাগে আল্লাহ তুমি করো হেফাজত।