ভারতের ৩০ রাজ্য ২১ দিনের লকডাউন

5

কাজিরবাজার ডেস্ক :
ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতের মোট ৩৬টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে ৩০টি পুরোপুরি লকডাউন করে দেয়া হয়েছে। দেশটিতে ওই ভাইরাসে মোট ৪৯৯ জন আক্রান্তের মধ্যে বিগত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১০৩ জন আর মারা গেছে তিনজন। এ নিয়ে দেশটিতে মোট দশজন এই ভাইরাসের শিকার হয়ে মারা গেছে। এমন পরিস্থিতিতে সোমবার রাত থেকে কার্যকর হওয়া লকডাউন মেনে না চললে আইনী ব্যবস্থা নেয়া হবে। ভারতে করোনাভাইরাস শনাক্ত হওয়া ৪৯৯ জনের মধ্যে ৪১ জন বিদেশী নাগরিক। দেশটির গুজরাট, বিহার, কর্নাটক, দিল্লী, মহারাষ্ট্র, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ ও হিমাচল প্রদেশ থেকে মোট দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ সব রাজ্য থেকে সংক্রমণের খবর আসার পর অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের সীমা বাড়িয়েছে ভারত। এদিকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। করোনা পরিস্থিতির মোকাবেলায় গোটা রাজ্যেই লকডাউন ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হয়। আগামী ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে এই লকডাউনের সময়সীমা। এছাড়া মঙ্গলবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন।