শামসুদ্দিন হাসপাতালে মারা যাওয়া যুক্তরাজ্য প্রবাসী সেই নারী করোনা আক্রান্ত ছিলেন না

9

কাজিরবাজার ডেস্ক :
করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না সিলেট শহীদ ডা. শামসুদ্দিন মেডিক্যাল আইসোলেশনে মারা যাওয়া যুক্তরাজ্য ফেরত সেই নারী।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি বলেন, আইসোলেশনে মারা যাওয়া নারীর মুখের লালা ও নাকের তরল উপাদান পরীক্ষা করে আইইডিসিআর ই-মেইলে প্রতিবেদন পাঠিয়েছে। তাতে দেখা গেছে, ওই নারী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না।
যদিও সোমবার (২৩ মার্চ) রাত ১২টার দিকেই তিনি আইইডিসিআরেরর পরীক্ষকদের সঙ্গে আলাপ করে কিছুটা বুঝেছিলেন। কিন্তু পরীক্ষার প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলেননি।
প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের ভয় পাওয়া নিয়ে আইইডিসিআর তথ্য গোপন করছে না। বরং পরীক্ষার প্রতিবেদনে যা এসেছে, তাই দিয়েছে।
রবিবার (২২ মার্চ) ভোর ৪টার দিকে ওই নারীর মৃত্যু হয়। এরপর ওইদিনই দুপুরে করোনা ভাইরাস শনাক্তে উপাদান সংরক্ষণ করেন আইইডিসিআর থেকে আসা লোকজন।