সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে ১৯৫৪ প্রবাসী, মুক্ত ১৩২ জন

15

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসে সিলেট বিভাগের ৪ জেলায় গতকাল সোমবার পর্যন্ত ১৯৫৪ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৭০ জন, সুনামগঞ্জে ২৬৪ জন, মৌলভীবাজারে ৪৪৪ জন এবং হবিগঞ্জে ৪৭৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, রবিবার পর্যন্ত এ সংখ্যা ছিল ১৬৮০।
এছাড়া করোনাভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন সিলেটের ১৩২ জন। গতকাল সোমবার মুক্ত হয়েছেন ১২১ জন। আর ১০ মার্চের পূর্ব থেকে হোম কোয়ারেন্টিনে থাকা ১১ জন মিলিয়ে মোট ১৩২ জন মুক্তি পেয়েছেন। এরা সবাই প্রবাসী।
বিদেশ থেকে দেশে ফেরত আসলে হোম কোয়ারেন্টিনে ১৪ দিন বাধ্যতামূলক থাকতে হয় প্রবাসীদের। এই সময়ে তারা নিজ ঘর থেকে বাহির হতে পারেন না এমন কঠোর নির্দেশনা রয়েছে সরকারের। গতকাল সোমবার ১৩২ জন প্রবাসী সিলেটী ১৪ দিন নিজ ঘরে থেকে বের হলেন। তাদের শরীরে এই ভাইরাসের কোন লক্ষণ না থাকায় তারা এখন পুরোপুরি মুক্ত। বাহিরে তাদের চলাচলে এখন আর কোন বাধা নেই।