জগন্নাথপুরে ১০ টাকা কেজির চাল পেয়ে গরীব মানুষের মুখে হাসি

4

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ১০ টাকা কেজি দরে সরকারি চাল বিতরণ করা হয়েছে। বর্তমানে খোলা বাজারে প্রতি কেজি চাল কমপক্ষে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এমতাবস্থায় সরকার ভর্তুকি দিয়ে গরীব মানুষকে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করছে।
২৩ মার্চ সোমবার উপজেলার রাণীগঞ্জ বাজারে কার্ডধারী অসহায় পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় কমদামে সরকারি চাল পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।
এ ব্যাপারে চাল বিতরণকারী ডিলার মেসার্স সুহেল ট্রেডার্সের মালিক সুহেল মিয়া বলেন, এ ইউনিয়নের ৭৭৬ জন কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। তবে সুনামগঞ্জ বিএডিসি সভাপতি ধণেশ চন্দ্র রায় বলেন, গরীবের বন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার চলতি ২০২০ সালে প্রতি কেজি চালে ২৬ টাকা করে ভর্তুকি দিয়ে দেশের ৫০ লাখ মানুষের মধ্যে এ চাল বিতরণ করছেন।