করোনা সচেতনতায় লায়ন্স শিশু হাসপাতালে হাত ধোয়া ও স্যানিটারী সরঞ্জাম বিতরণ

3

লায়ন্স ক্লাব অব সিলেটের উদ্যোগে স্থায়ী প্রেজেক্ট লায়ন্স শিশু হাসপাতলের শিশু ও রোগীর অভিভাকদেরকে সেনিটাইজেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধির উদ্দেশ্যে হাত ধোয়া ও স্যানিটারী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) দুপুর ১টায় লায়ন্স শিশু হাসাপাতলে এ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- লায়ন জেলা ৩১৫ বি ১ এর সাবেক জেলা গভর্ণর লায়ন ডা. আজিজুর রহমান, লায়ন ডা. এমএস জামান চৌধুরী বাহার, লায়ন ডা. শামীমুর রহমান, সিলেট লায়ন্স ক্লবের প্রেসিডেন্ট আব্দুল হামিদ, লায়ন মাহবুবুল হক, লায়ন ডা. সোলাইমান আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন- সিনিয়র কনসালটেন্ট ডা. রনজীত দেবনাথ, মেডিকেল অফিসার ডা, জহুরা খাতুন, হসপিটাল ম্যানেজার আশোক কুমার রায় সহ হাসপাতালের সকল স্টাফ। বিতরন শেষে করোনা ভাইরাসের বিস্তারিত আলোচনা করেন লায়ন ডা. শামিমুর রহমান, লায়ন আব্দুল্লাহ আল মামুন শামন, লায়ন হুমায়ুন কবির।
আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন লায়ন্স ক্লাব সিলেটের সাবেক প্রেসিডেন্ট লায়ন ইমরান আহমদ। বিজ্ঞপ্তি