কমলগঞ্জে বিদেশ ফেরত ৪৮ জন হোম কোয়ারেন্টাইনে

5

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জে বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদেশ ফেরত ৪৮ জন ব্যক্তিতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেন। তাদের শারীরিক অবস্থা ভাল এবং তারা এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হননি। মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মীদের নজরদারীতে রাখা হয়েছে। এদের মধ্যে দুবাই, সৌদি, কুয়েত, বাহরাইন ও মালয়েশিয়া ফেরত রয়েছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা পর ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। তাদের হোম কোয়ারেন্টাইন মেনে চলা জন্য বলা হয়েছে। তা না হলে পুলিশের সহযোগীতা নেয়া হবে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভুইয়া বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জানান, কমলগঞ্জ উপজেলায় মঙ্গলবার পর্যন্ত ৩৭ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। বুধবার নতুন করে আরো ১১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সব মিলিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলায় মোট ৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে ভাইরাস জনিত কোন সমস্যা আছে কিনা সেটার জন্য তাদেরকে নিজ বাসায় ‘হোম কোয়ারেন্টানে’ থাকতে বলা হয়েছে। সমস্যা দেখা দিলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল স্যাম্পল নিয়ে যাবেন। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্ব প্রস্তুতি হিসেবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ টি বেড প্রস্তুত করা হয়েছে।