হবিগঞ্জ শহরে ভুবন চিল উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর

7

হবিগঞ্জ শহরে একটি ভুবন চিল উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৮ মার্চ বুধবার দুপুরে শহরের বাণিজ্যিক এলাকায় বিশিষ্ট ক্রীড়ানুরাগী মো: নাজমুল মুস্তাফা সুগীত এর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আহত অবস্থায় একটি ভুবন চিল এসে পড়ে। সুগীত মুস্তাফা পাখিটিকে নিরাপদে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলকে জানান। তোফাজ্জল সোহেল বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঘটনাস্থলে যান। বনবিভাগের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে উপস্থিত হলে বাপা সেক্রেটারি তোফাজ্জল সোহেল ও মো: নাজমুল মোস্তাফা সুগীত বন বিভাগের প্রতিনিধিদের কাছে ভুবন চিলটি হস্তান্তর করেন।
বন বিভাগের পক্ষ উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী, হিসাব রক্ষক রূপক দেবনাথ, অফিস সহকারী তাপস ভর ও টিপলু দেব । বিজ্ঞপ্তি