জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে শ্যালো মেশিন ধ্বংস, ১ জনের কারাদন্ড

8

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মো. নাজমুস সাকিব’র নেতৃত্বে জাফলংয়ের নয়াবস্তি এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের জন্য খনন করা একটি গর্ত বন্ধ করে দেয়ার পাশাপাশি গর্তের সেচ কাজে ব্যবহৃত একটি শ্যালো মেশিন মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে পাথর উত্তোলনের দায়ে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ময়না মিয়ার ছেলে ছমরু মিয়াকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
অভিযানে গোয়াইনঘাট থানার এস আই সমীরণ দাসসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব সাংবাদিকদের বলেন, নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও জাফলংয়ের পরিবেশ ধ্বংস করে একটি মহল অবৈধভাবে পাথর উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ ধ্বংসকারীদের হাত থেকে জাফলং এর সৌন্দর্য রক্ষায় উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।