মোবাইল পাঠাগারে সভা ॥ বঙ্গবন্ধুকে নেতা হিসেবে পাওয়া আমাদের সৌভাগ্য

10

বাংলাদেশের স্বাধীনতার অর্জনের পিছনে যার সবচেয়ে বেশি অবদান রয়েছে তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্বপ্ন ছিলো দেশকে সোনার বাংলায় পরিণত করা। বঙ্গবন্ধু সারাজীবন ন্যায়ের পথে ছিলেন। সততার সাথে কাজ করেছেন। বঙ্গবন্ধু ছিলেন বড় মনের মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানকে নেতা হিসেবে পেয়েছি এটি আমাদের সৌভাগ্য। তাকে বেশি করে অধ্যয়ন করতে হবে। সমাজের সকল অনিয়ম দূর করে, বঙ্গবন্ধুর আদর্শকে লালন এবং বাস্তবায়ন করতে পারলে তার জন্মশতবর্ষ পালন স্বার্থকতা লাভ করবে।
সিলেট মোবাইল পাঠাগার আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন উপলক্ষে আলোচনা সভা ও নিবেদিত কবিতা পাঠের আসর এবং ৭৫৯ তম সাহিত্য আসরে আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা একথাগুলো বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ ভবন মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক-লেখক মুহম্মদ বশিরুদ্দিন। আলোচনায় অংশ নেন, বিশিষ্ট শিক্ষাবিদ মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল লে. কর্ণেল (অব.) এম. আতাউর রহমান পীর। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ফাইন্যান্সিয়ান এক্সপ্রেস এর ডাইরেক্টর অধ্যাপক এম এ হান্নান, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাংবাদিক জাবেদ আহমদ।
গল্পকার তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় কামাল আহমদ’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন, ঔপন্যাসিক সিরাজুল হক, কবি মোশাররফ হোসেন সুজাত, কলামিস্ট জুঁই ইসলাম, মকসুদ আহমদ, লুৎফুর রহমান, আলী মোহাম্মদ ইউসুফ ও মো: হাবীব উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি