শুভ উদ্যোগ

17

বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। অনেক জনগোষ্ঠী কার্যত বিচ্ছিন্ন, অবরুদ্ধ। ব্যবসা-বাণিজ্যে পড়েছে বিরূপ প্রভাব। কভিড-১৯ বা নভেল করোনাভাইরাস আতঙ্ক কবে থামবে, কখন কিভাবে নিয়ন্ত্রণে আসবে—এসব প্রশ্নের উত্তর এখন পর্যন্ত অজানা। এরই মধ্যে বিশ্বজুড়ে আক্রান্ত প্রায় দেড় লাখের কাছাকাছি মানুষ। মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে ঘরে ফিরেছে প্রায় ৭১ হাজার। সংক্রমণের প্রতিষেধক বা ওষুধ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সচেতন ও সতর্ক দায়িত্ববোধ প্রয়োজন। দায়িত্ববোধ নিজের প্রতি এবং অন্যের প্রতি। সংক্রমণের আশঙ্কা থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখা, জনসমাগম যথাসাধ্য এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের শরীর, বিশেষ করে হাত যথাসম্ভব পরিষ্কার রাখার পরামর্শও দেওয়া হয়েছে। এসব হচ্ছে নিজের প্রতি দায়িত্ববোধ বা প্রাথমিক অনুশীলন। তবে এটিও সত্য যে এসব অভ্যাসই অন্যের সংক্রমণের আশঙ্কা যেমন কমিয়ে দিচ্ছে, তেমনি নিজেকেও জীবাণুমুক্ত রাখছে।
করোনাভাইরাসে বৈশ্বিক মৃতের সংখ্যা গতকাল পাঁচ হাজার ছাড়িয়েছে। বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, মোট মৃত্যু পাঁচ হাজার ১২২-এ পৌঁছেছে। শুক্রবার পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ হয়েছে ইরানে। মারা গেছে ৮৫ জন আর সংক্রমিত হয়েছে এক হাজার ২৮৯ জন। বিশ্বায়নের যুগে সমগ্র পৃথিবী এক ছাতার নিচে অবস্থান করে। যোগাযোগ বেড়েছে। কিন্তু করোনাভাইরাসের মতো সংক্রামক রোগ মানুষের মাধ্যমেই বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে। এ অবস্থায় আঞ্চলিক সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলো নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরস্পরের অনুকূলে কাজ করলে তা এ অঞ্চলের জন্য ভালো হবে। সেই শুভ উদ্যোগ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এই উদ্যোগকে স্বাগত জানাতে হবে।