এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের ১৯তম পালাবদল অনুষ্ঠান

8

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের ১৯তম চেঞ্জওভার অনুষ্ঠান শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদ।
অনুষ্ঠানের চেয়ারম্যান এপেক্সিয়ান এডভোকেট মো. আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সভাপতি এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু, জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী, সদ্য অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান কাইয়ুম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট একেএম শমিউল আলম, এলজিপিএনপি এপেক্সিয়ান ডা. জবিউল হোসেন, এলজিপিএনপি এপেক্সিয়ান চন্দন দাস, জেলা গভর্ণর-০৪ এপেক্সিয়ান মো. শাহেদুর রহমান শাহেদ৷ অনুষ্ঠানে ক্লাবের ২০২০ নতুন বোর্ডকে শপথ বাক্য পাঠ করান জেলা গভর্ণর এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনআইআরডি এপেক্সিয়ান এনামুল হক মিলন, এনএসডি এপেক্সিয়ান ডা. শরিফুল ইসলাম, জেলা গভর্ণর-২ এপেক্সিয়ান মো. রফিকুল ইসলাম, জেলা গভর্ণর-৩ এপেক্সিয়ান মো. বেলাল হোসেন, জেলা গভর্ণর-৮ এপেক্সিয়ান এডভোকেট খোরশেদ আলম, জাতীয় সচিব এপেক্সিয়ান হাবিবুর রহমান চৌধুরী, জাতীয় ট্রেজারার এপেক্সিয়ান হারুনুর রশীদ, লাইফ মেম্বার এপেক্সিয়ান এডভোকেট আব্দুল কুদ্দুস, এপেক্সিয়ান এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, এপেক্সিয়ান চৌধুরী আতাউর রহমান আজাদ, এপেক্সিয়ান এডভোকেট ওলী উল্লাহ আল মারুফ, পিডিজি-৪ এপেক্সিয়ান আহমেদ জাকারিয়া, পিডিজি-৪ এপেক্সিয়ান এডভোকেট মাসুম আহমদ, এপেক্সিয়ান শরীফ মাহমুদ, এপেক্সিয়ান রুহুল মইন চৌধুরী, এপেক্সিয়ান এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এপেক্সিয়ান এডভোকেট শফিকুল ইসলাম, এপেক্সিয়ান এডভোকেট জালাল উদ্দীন, এপেক্সিয়ান এডভোকেট আকমল খান, এপেক্সিয়ান এডভোকেট জুবায়ের বখত জুবের, এপেক্সিয়ান হুশিয়ার আলম, এপেক্সিয়ান সায়েক খান, এপেক্সিয়ান মাহবুবুর রহমান এরশাদ, এপেক্সিয়ান এমদাদ হোসেন, এপেক্সিয়ান আসাদুজ্জামান দুলাল, এপেক্সিয়ান এডভোকেট মানিক উদ্দিন, এপেক্সিয়ান বাবুল মিয়া, এপেক্সিয়ান এডভোকেট রাকিব আলী খান, এপেক্সিয়ান এডভোকেট সিদ্দিকুর রহমান, এপেক্সিয়ান লায়েক মাহমুদ, এপেক্সিয়ান শাহ লোকমান আলী, এপেক্সিয়ান এ কে আজাদ ফাহিম, এপেক্সিয়ান বাবরুল হোসেন বাবুল, এপেক্সিয়ান আবুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি