এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর স্কুলিং প্রোগ্রাম

9
এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর স্কুলিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর স্কুলিং প্রোগ্রাম শুক্রবার (১৩ মার্চ) নগরীর একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।
জেলা-৪ এর গভর্ণর সাহেদুর রহমান সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলিং এর উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. নিজাম উদ্দিন পিন্টু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপে. ভুবন লাল ভারতী, সদ্য অতীত সভাপতি এপে. এম.এ কাইয়ূম চৌধুরী, অতীত সভাপতি এপে. মুয়াজ্জেম হোসেন সেবুল।
সিলেট মেট্রোপলিটন ক্লাবের সভাপতি এপে. মহসিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য েিদ শুরু হওয়া অনুষ্ঠানে সম্মানিত রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে ট্রেনিং পরিচালনা করেন এপেক্স বাংলাদেশের অতীত সভাপতি ও লাইফ গভর্নর এপে. রজিম উদ্দিন, অতীত সভাপতি ও লাইফ গভর্ণর এপে. জাহাঙ্গীর আলম প্রমুখ। স্কুলিং অনুষ্ঠানে প্যানেল অব জাজ এর দায়িত্ব পালন করেন লাইন গভর্ণর এপে. আক্তার হোসেন খান, এনআইআরডি এপে. এনামূল হক মিলন ও অতীত জেলা-৪ গভর্নর এপে. মিসবাহুর রহামন আলম।
স্কুলিং অনুষ্ঠানের চেয়ারম্যান অতীত জেলা-৪ গভর্ণর এপে. আহমেদ জাকারিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় সেবা পরিচালক ডা. শরিফ উদ্দিন, জেলা-৩ এর গভর্ণর এপে. বেলাল হোসেন, জেলা-২ এর গভর্ণর রফিকুল ইসলাম, জেলা-৮ এর গভর্ণর এপে. এড. খুরশেদ, পিডিজি-১ এপে. এড. মাসুম আহমদ, জাতীয় সচিব এপে. হাবিবুর রহমান, এপে. আদিল হোসেন, এপে. মো. সফিকুল ইসলাম,এপেঃএডভোকেট আব্দুল খালিক, এপে. এড. মানিক উদ্দিন, এপে. শাহ মো. লোকমান আলী, এপে. আলী মামুন, এপে. বাবরুল হোসেন বাবুল, এপে. রাকিব আলী খান, এপে. লায়েক মাহমুদ, এপে. মো. জালাল উদ্দিন, এপে. প্রস্তাব মিয়া, এপে. মিছবাউল করিম, এপে. আব্দুল হান্নান, এপে. তুহিন আহমদ, এপে. তসবুল্লা আল হেলাল, এপে. আছাদুজ্জামান দুলাল, এপে. জামিল চৌধুরী, এপে. একে আজাদ ফাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি