হযরত শাহ মাদার (র:) মাজারের বাউন্ডারী দেয়াল এর ভিত্তি প্রস্তর স্থাপন

3
খাদিমনগরের পাঠানগাঁওয়ে হযরত শাহ মাদার (র:) মাজারের বাউন্ডারী দেয়াল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে মোনাজাত করছেন দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং প্রকাশক আফছর উদ্দিন।

স্টাফ রিপোর্টার :
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল-সাহেবেরবাজার সড়কের কালাগুল এলাকার পাঠানগাঁওয়ে হযরত শাহ মাদার (র:) মাজারের বাউন্ডারী দেয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দৈনিক কাজিরবাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফছর উদ্দিন। গতকাল শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪ টায় প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মাজারের বাউন্ডারী দেয়াল নির্মাণে দেড় লক্ষ টাকা অনুদান প্রদান করলে গতকাল আফছর উদ্দিন এই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন।
এসময় এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাঠানগাঁও জামে মসজিদের ইমাম হাফিজ ক্বারী মোহাম্মদ রইছ উদ্দিন। এতে উপস্থিত ছিলেন, হযরত শাহ মাদার (র:) মাজার কমিটির সভাপতি তুরু খাঁ, সহ-সভাপতি আজির মিয়া, সাধারণ সম্পাদক রহিম খাঁ, কোষাধ্যক্ষ আব্দুর নূর, মাজারের মোতাওয়াল্লী মঞ্জুর খাঁ, সদস্য হেলাল মিয়া, সাচ্ছা মিয়া প্রমুখসহ পাঠানগাঁও এলাকাবাসী।