খোকা তুই বুকের ধন

10

স্বপন চন্দ্র দে

বাড়ির পাশে বসলো মেলা
খোকা ধরে বায়না,
মেঘে মতো কালো মনটা
খেতে কিছু চাই না।

আদর করে মায়ে ডাকে
আয়রে খোকা ঘরে,
কিনে দেবো রূপের পুতুল
মনটা যেন ভরে।

চাঁদের মুখে হাসো খোকা
মনটা রাখো সাদা,
তুই যে আমার হীরা মুক্তা
বুকের মাঝে বাঁধা

গাঁয়ের মেলা সকাল সন্ধ্যা
কিনে দেবো গাড়ি,
কিনে দেবো পাতা বাঁশি
ফিরবো তখন বাড়ি।

তুই যে আমার সাত রাজার ধন
আঁধার রাতের আলো,
তোর জন্যে সব করতে পারি
বাসি কতো ভালো।