বর্ণিল আয়োজনে আনন্দ টেলিভিশনে’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

6

সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে জনপ্রিয় সেটেলাইট টেলিভিশনের আনন্দটিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার (১১ মার্চ) রাত ৮ টায় জনপ্রতিনিধি, সুধিজন, আইনশৃঙ্খলকারী বাহিনীর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কেক কাটা হয়। সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) কার্যালয়ে আনন্দটিভি’র সিলেট ব্যুরো প্রধান এম আর টুনু তালুকদার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিদের সবাইকে সাথে নিয়ে কেক কাটেন ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা, জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ শামীম (ভিপি শামীম), দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সজল ছত্রী, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবির, বাংলাদেশ ফটো জার্নালিসট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান,একুশে টিভির ব্যুরো প্রধান ওয়েছ খসরু, সমকালের সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ বাবলু, সমকালের সিলেট প্রতিনিধি মুকিত রহমানি,এস এ টিভির ব্যুরো ইনচার্য আব্দুল আলীম শাহ, মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান এ. এ. চৌধুরী শিপা, চ্যানেল ২৪ এর সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমদ, এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমদ, জয়যাত্রা টেলিভিশনের ব্যুরো প্রধান এস সুটন সিংহ, যমুনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি মাইদুল ইসলাম রাসেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দেক হোসেন সাজুল, দৈনিক দিনকাল’র নির্বাহী সম্পাদক নাজমুল কবির পাভেল, বাংলা টিভির সিলেট প্রতিনিধি কাইয়ুম উল্লাস,বৈশাখি টেলিভিশনের সিলেট প্রতিনিধি মাইনুল হাসান টিটু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক মভাপতি জাঙ্গার আলম খায়ের, বাংলা টিভির ক্যামেরা পার্সন আলমগীর হোসেন, দৈনিক ভোরের সময়ের ব্যুরো প্রধান শাহীন আহমদ, এটিএন বাংলার ক্যামেরা পার্সন ইকবাল মুনশি, এসএ টিভির ক্যামেরা পার্সন শ্যামানন্দ শ্যামল, এটিএন নিউজ’র ক্যামেরা পার্সন অনিল কুমার পাল, টিসিজেএ’র সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন সামি, মাছরাঙ্গা টিভির ক্যামেরাপার্সন শুভ্র দাস রাজন, সাংবাদিক কামরুল হাসান,সুলতান সুমন, দৈনিক মাতৃজগত এর সিলেট ব্যুরো প্রধান এমরান ফয়সল।
আন্তর্জাতিক মানবাধিকার‘র সংস্তার সভাপতি রাকিব আল মাহমুদ, জেলা সভাপতি আবু বোরাইয়া জাবেদ, বিভাগিয় সিনিয়র সভাপতি উত্তম খান, সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম,সহ সাংগঠনিক মিলন মিয়া, সহ সাংগঠনিক মোনসহ সিলেট বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি