প্রবাসী কল্যাণ মন্ত্রী ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আজ সিলেট আসছেন

12


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এক দিনের এক সরকারী সফরে আজ মঙ্গলবার সিলেট আসছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সকাল ৯ টায় বিমানযোগে সিলেট পৌঁছে সকাল সাড়ে ৯ টায় কোম্পানীগঞ্জ উপজেলায় ইমরান আহমদ কারিগরি কলেজের উন্নয়ন কাজ পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। পরে প্রবাসী কল্যাণমন্ত্রী বেলা সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের আয়োজনে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ হাইটেক পার্কের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের গাংকিনারি রাস্তার কাজ পরিদর্শন করে বিকেল ৪ টায় একই ইউনিয়নের কচুয়ারপাড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সন্ধ্যা ৬ টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
এদিকে একই দিন সকাল ৯টায় বিমানযোগে সিলেট পৌছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সকাল সাড়ে ৯ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় হসপিটাল হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। পরে বেলা ১১ টায় প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১ টায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড এনকিউবেশন প্রকল্পের আওতায় প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরীর ক্ষেত্রে বাংলাদেশ হাইটেক পার্কের ভূমিকা শীর্ষক সেমিনারে অংশগ্রহন এবং আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত ইনফো সরকার ফেইজ ৩ এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিটিসিএল এর জেলা কর্মবর্তাবৃন্দ, লানির্ং এন্ড আনিং, ডেভেলাপমেন্ট প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সার/প্রশিক্ষকবৃন্দ, তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থী, জেলার সকল সহকারী প্রোগ্রামারবৃন্দদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। পরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিকেল ৫টা ২০ মিনিটে বিমানযোগ ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।