ওসমানী হাসপাতাল পরিচালকের প্রেসব্রিফিং ॥ জাকারিয়া করোনা ভাইরাসে আক্রান্ত নন

10
প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখছেন ওসমানী হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান।

স্টাফ রিপোর্টার :
শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন কানাইঘাটের জাকারিয়া করোনো ভাইরাসে আক্রান্ত নন বলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল রবিবার আড়াইটায় শহীদ শামসুদ্দীন হাসপাতালে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো.ইউনুছুর রহমান, উপ-পরিচালক হিমাংশু লাল রায়, অধ্যাপক ডা. শিশির রঞ্জণ চক্রবর্তী ও শহীদ শামসুদ্দীন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।
প্রেস ব্রিফিংয়ে কানাইঘাটের যুবক জাকারিয়ার বিষয়ে ডা.শিশির রঞ্জণ চক্রবর্তী বলেন, তার শরীর অনেক দিন থেকেই খারাপ। ফুসফুসে ইনেফেকশন। মূলত এর জন্যেই তার ঘন ঘন কাশি ও জ্বর হয়। এর আগে বিভিন্ন সময় দেশে ও প্রবাসে রক্তপরীক্ষা করিয়েছেন এবং চিকিৎসা গ্রহণ করেছেন। সম্প্রতি তার ফুঁসফুঁস ব্যাপকহারে কার্যকারিতা হারিয়েছে এবং এ জন্য কাশি, সর্দি ও জ্বর বেড়ে যায়। সে গত মাসের ২৯ তারিখ দেশে আসে এবং সিলেটের একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হয়। তাতেও ফল না পাওয়ায় গত বুধবার সিলেট ওসমানী হাসাপাতালে এসে সে নিজেই সন্দেহ প্রাশ করে যে- সে হয়তো করোনাভাইরাসে আক্রান্ত। ওই দিনই তাকে দ্রুত শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি করা হয় এবং গত বৃহস্পতিবার তার রক্ত ঢাকায় প্রেরণ করা হয় পরীক্ষার জন্য।