মাসিক কল্যাণ সভা ও ট্রেইন রিক্রুট কনস্টেবলদের নবীন বরণ ॥ জেলা পুলিশের ২৬ জন অফিসার-ফোর্স পুরস্কৃত

19
সিলেট জেলা পুলিশের ফেব্রুয়ারি/২০২০ মাসের মাসিক কল্যাণ সভা ও ট্রেইন রিক্রুট কনস্টেবলের নবীন বরণ অনুষ্ঠানে এক কনস্টেবলকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন পুলিশ সুপার (এসপি) মো: ফরিদ উদ্দিন পিপিএম।

স্টাফ রিপোর্টার :
সিলেটে জেলা পুলিশের ফেব্র“য়ারি মাসের মাসিক কল্যাণ সভা ও ট্রেইন রিক্রুট কনস্টেবলদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে জেলা পুলিশ লাইন্সের বীরমুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ মাহবুবুল আলম এর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভা ও নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণের দায়িত্বে) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোঃ রফিকুল ইসলাম, জেলা বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান খান, সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জেলায় সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোঃ রফিকুল ইসলাম এবং ১২১ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ফুল দিয়ে বরণ করেন।
এছাড়া সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক মোঃ সালাহ উদ্দিন, পুলিশ পরিদর্শক মোঃ লিটন মিয়া এবং পুলিশ অফিসে কর্মরত সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর বনলাল কর এর অবসরজনিত বিদায় উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। একই সময় ফেব্র“য়ারি/২০২০ মাসে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ সহকারি পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) মোঃ নজরুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ (কোম্পানীগঞ্জ থানা) সজল কুমার কানু, অফিসার ইনচার্জ (জৈন্তাপুর মডেল থানা) শ্যামল বনিক, অফিসার ইনচার্জ (জকিগঞ্জ থানা) মীর মোঃ আব্দুন নাসের, অফিসার ইনচার্জ (জেলা গোয়েন্দা শাখা-উত্তর) সাইফুল আলম, পুলিশ পরিদর্শক(জৈন্তাপুর মডেল থানা) মোঃ ওমর ফারুক মোড়লসহ মোট ২৬ জন অফিসার-ফোর্সকে নগদ অর্থ পুরস্কার এবং সম্মাননা স্মারক প্রদান করেন।
বিকেল ৩ টায় পুলিশ লাইন্স হলরুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সঠিকভাবে মামলা তদন্ত এবং জেলার সার্বিক আইন শৃৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ থানায় আগত সেবা প্রত্যাশীদের যথাযথ সেবা প্রদানের জন্য উপস্থিত সকল অফিসারদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।