বাংলাদেশসহ ৭ দেশে কুয়েতের বিমান চলাচল বন্ধ

9

কাজিরবাজার ডেস্ক :
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বাংলাদেশসহ ৭টি দেশের সঙ্গে বিমান চলাচল এক সপ্তাহের জন্য বন্ধ রাখার ঘোষণা কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। শনিবার এক টুইটার পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মিসর, লেবানন, সিরিয়া, ফিলিপিন্স, ভারত ও শ্রীলঙ্কা। এর আগে দেশটি দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইটালি, ইরাক, সিঙ্গাপুর ও জাপানের সঙ্গে বিমান চলাচল স্থগিত করে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়েতের বসবাসের অনুমতি থাকলেও, গত দুই সপ্তাহে এসব দেশে যারা ভ্রমণ করেছেন, তারা যেদেশের নাগরিক হোন না কেন, তারাও কুয়েতে প্রবেশ করতে পারবেন না।
তবে এসব দেশে ভ্রমণ করা কুয়েতের নাগরিকরা দেশে ফিরতে পারবেন। কিন্তু সেখানে তাদের কোয়েরেন্টিন প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে।
এর আগে কুয়েতের সরকার একটি নির্দেশনা জারি করেছিল যে, বাংলাদেশসহ ১০টি দেশের নাগরিকদের কুয়েতে যেতে হলে করোনাভাইরাসে আক্রান্ত নন, এমন মেডিকেল সনদ লাগবে। তবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত স্থগিত করে কুয়েত।
এদিকে বিশ্বের ৯০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। কুয়েতে এ পর্যন্ত ৫৮ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।