ডা. শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হওয়া সেই দুবাই প্রবাসীর শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি

8

স্টাফ রিপোর্টার :
সিলেট শহীদ ডা. শামসুদ্দীন হাসপাতালে (সদর হাসপাতাল) করোনা ভাইরাস সন্দেহে ভর্তি হওয়া সেই দুবাই প্রবাসী জাকারিয়ার (৩২) শরীরে করোনা ভাইরাস ধরা পড়েনি। ঢাকায় পরীক্ষাগারে তার সকল রিপোর্ট বের হয়েছে বলে জানা গেছে। এতে তার শরীরে ভয়াবহ করোনা ভাইরাস নেই বলে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র। আজ রবিবার সিলেটে আনুষ্ঠানিক এই রিপোর্ট আসবে বলে সূত্র জানিয়েছে। অসুস্থ্য জাকারিয়া কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হাফিজ আলী হোসেনের পুত্র।
গতকাল শনিবার বিকেলে সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল বলেন, কানাইঘাটের ওই দুবাই প্রবাসীর অবস্থা আগের চাইতে একটু ভালো। সে এখন ঘন ঘন কাশছে না এবং জ্বরের মাত্রাও একটু কম। তিনি বলেন, বৃহস্পতিবার তার রক্ত সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিল।
গতকাল শনিবার রাত ১০ টার দিকে আবার এ ব্যাপারে ল্যান্ডফোনে যোগাযোগ করা হলে সিভিল সার্জন জানান, ঢাকা থেকে মোবাইলফোনে ডাক্তাররা জানিয়েছেন সকল পরিক্ষায় শেষে করোনা ভাইরাস সন্দেহে ভর্তি হওয়া দুবাই প্রবাসীর শরীরিরে কোন করোনা ভাইরাস নেই। রোগীর পরিক্ষার সকল কাগজপত্র আসার পর গণমাধ্যমের সামনে আজ রবিবার আনুষ্ঠানিক ভাবে বিষয়টি জানানো হবে।