মুজিব শত বর্ষ

24

শাবলু শাহাবউদ্দিন

মুজিব শত বর্ষ এলো কালের কালো গ্রোতে ভেসে
কাননদেবীকে ডেকেছি পদ্ম ফুল ফুটবে বলে
ঝুমকো লতার নিচে জোনাকি পোকার হাজার হাজার আলো
মুজিব শত বর্ষ দেখ জ্বলবে কত চেতনার উজ্জ্বল আলো
আজ কেবল বাঙালি আমি জাতি হিসেবে হব অনেক ভালো ।
আমার কাব্যিক গানে শুধু বাসন্তী লতার সুর আসবে
সুরে সুরে শুধু বঙ্গবন্ধু নাম ভাসবে
গোলাপের লাল পাপড়িতে ভরে যাবে আমার হৃদয়ের মাঠ
এপারের মুজিব শত বর্ষের বঙ্গবন্ধুর সুর সমস্ত বিশ্বে ছেয়ে যাক।
মুজিব আলোয় আলোকিত হক সোনার বাংলা
ঝিঁঝিপোকা সুরের মূর্ছা হবে একাত্তরে দালালের বায়না
আর থাকবে না বাংলাদেশে শিক্ষিত হায় না।

মুজিব তুমি শত বর্ষ ছিলে, থাকবে বহতামান কালে
তোমাকে মানে বাঙালি বীর সৈনিকের শক্তি বলে
সারা বিশ্ব মানবে তোমাকে মুজিব, আদর্শ বীর বাঙালির পিতা বলে
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার আপনার সবার দলে।