সমাজসেবী নাদির খানের দাফন সম্পন্ন

11
সমাজসেবী ও রাজনীতিবিদ আলহাজ্ব নাদির খানের জানাযার নামাজের একাংশ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সিলেট মহানগর জমিয়তের সাবেক সিনিয়র সহ সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, দানবীর, সমাজসেবী, শিক্ষানুরাগী আলহাজ¦ নাদির খানের নামাজে জানাযা গতকাল ৩ মার্চ মঙ্গলবার বাদ জোহর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন আওলাদে রাসূল (স:) আল্লামা হুসাইন আহমদ মাদানীর নাতী আল্লামা সাইয়্যীদ হাসান আসজাদ মাদানীর ছাহেবজাদা হাফিজ মাওলানা সাইয়্যীদ হাসান মাদানী।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মুফতী ফয়জুল হক জালালাবাদীর পরিচালনায় মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিসিকের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, শায়খুল হাদীস মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, আবু তালেব মুরাদ, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা আব্দুস শহীদ শায়খে গোলমকাপনী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা হাফিজ মুহসিন, মাওলানা ওলিউর রহমান, মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা মোস্তাক খান, প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা জহুরুল হক, মাওলানা আব্দুল আলীম, পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে নজরুল ইসলাম খান প্রমুখ। এছাড়াও জানাযায় রাজনাীতিবিদ, সাংবাদিক, সমাজসেবী, পেশাজীবী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য মুসল্লিগণ অংশ গ্রহণ করেন।
পরে মরহুমের লাশ দরগাহে হযরত শাহজালাল (রহ.)’র মাজার পাশর্^বর্তী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বিজ্ঞপ্তি